অপরাজনীতিতে থাকে না আদর্শ
রাজনীতি কলুষিত হয়, নৈতিকতা বিসর্জনে যায়।
রাজনৈতিক শক্তির মানদণ্ড দাঁড়ায়
লোভ, দুর্নীতি, পেশিশক্তি, অর্থশক্তির মাত্রায়।
আদর্শ চলে যায় বিবেকহীন অন্ধ গলিপথের শূণ্যতায়।
বিপদগামী তরুণেরা জ্বালায় আলো
রাষ্ট্র সামাজে ভর করে ঘুস স্বজনপ্রীতির অপছায়া,
অপরাজনীতি হয় ভাগ্যের নিয়ামক।
দুর্গন্ধময় সমাজে ভাসতে থাকে ময়লা,
সত্যের মুক্তির ইতিহাস থেকে মুখ ফিরিয়ে নেয়,
অপব্যাখ্যা আর সত্যকে গোপন করার যুক্তি শেখায়।
দেশপ্রেমি মনীষিদের নিয়ে সর্বদা ঠাট্টা-উপহাস,
অশ্রাব্য কথাবার্তা। দেশ-জাতি ধ্বংসের আভাস।
কলুষিত ক্ষমতার রাজনীতিতে মুক্তমনা মুক্তচিন্তারা
পেশিশক্তি অর্থশক্তি আর স্বজনপ্রীতির কাছে ধরা।
রাজনীতির আকাশে ভীড় করে অতিথি পাখি!
রাষ্ট্র সমাজে সর্বত্র অপরাজনীতির ছায়া দেখি!
দেশপ্রেমি সুশীল সমাজ মুক্তমনা জনতা খাবি খায়,
কলুষিত রাজনীতির আবর্তে বিবেক হারয়ে ঘুরপাক খায়।
পরাজিত শত্রুরা হয়ে ওঠে রাষ্ট্রের ভাগ্য নিয়ন্ত্রক।
(রচনাকাল: ১০ মার্চ ২০১৯)