বুক ফাঁটে কান্নায়, রহস্যের বাতাসে
                বিদ্যুৎ স্পৃষ্ট রঙধনু জানালায়
উন্মাদনায় বিধ্বস্ত কিংবা আক্রান্ত
     রাত্রির তারা প্রজ্জ্বলনে তারই কামনায়।
প্রাচীন স্বর্গের সন্ধানে স্বপ্নের প্রাচীরে
            শীতল চোখে ভাসমান জলশীত,
শিক্ষায়তনে অশ্লীল গীতি কবিতার প্রকাশ
        অতিভোরে উৎসব আধুনিক সঙ্গীত।
শোক সভা শেষে বন্ধুর ভাঙ্গা দীর্ঘশ্বাস,
ফুলমালা উড়ে যায় শতাব্দীর
                  শ্রেষ্ঠ অহংকারের হাওয়ায়
ভিজে একাকার তাজারক্তে টাকা, জাঙ্গিয়া
                  মানিব্যাগ সহ আরও...।
বুকের ভেতরে হৃদয়ের অবহেলা,
আক্রোশ, প্রতিসন্ধ্যায় একাকী ঘুরি
পান্ডুলিপির ভেতরে চাপাপড়ে চিঠি
                         আপন অবহেলায়!