দূরে যাও যদি রেখে যেও আপন কিছু
অনুভূতির ঝড়ে দিবস রজনীতে
অভিমানে ক্ষয়ে যাওয়া অপমানের স্মৃতিতে
আপন ভূবনে!
কুহকদিনে আজ তবু বন্ধুর হাহাকার
বিভ্রান্তির বেড়াজালে শোকে একাকার
মেঘের দেশে মুদ্রিত বাক্যে
শান্তির মুক্তিতে!
নিত্যপথে অচেনাগলিতে শোকে ভুলি,
ভুলে যাই নিতে জীবনের রং তুলি,
দূর দূর ভাব ভালোবাসার গলিতে
বিনিদ্র প্রহরে!
বহুকাল ব্যাপী দাঁড়িয়ে থেকেছি রাত্রির সহচরে
রাত্রির কপালে মেঘকলাবতীর দৃশ্য অংকনে
আঁধারে নিশিযুগল দৃশ্যের ঘোরে
তেপান্তরের মোড়ে!
কুহকিনীর মর্মান্তিক ঘূর্ণির আবর্তে
প্রেমাধিকার ছেড়ে দূর অজানাতে
সংকুচিত জানালার মিলন মেলাতে
উষ্ণরক্তের ছোঁয়াতে!
আত্মপরিচয় ভুলি অপলক চোখে
দক্ষিণা বাতাসে চমকায় হৃদয় দুঃখ
শৈশব ঝড়ে বিভ্রান্তির বেড়াজাল
অভিশপ্ত ভুলে!
নোনাজল মুখে দ্বিগি¦দিক ছুটি
রক্তিম নাভিশ্বাসে বিরান সংসারে
দুঃসহ স্মৃতি নকশার আঙ্গিনায়
ক্ষুধার্ত অগ্নি অবয়বে!