আমরা খুন করছি আমাদের ধর্মবিশ্বাস,
                   মানবতা আর মুক্তবুদ্ধিচর্চাকে।
আমরা খুন করছি আমাদের আদর্শকে
আত্মগর্বের অর্জিত বাঙালির জাতীয়তাবাদকে।
আমরা বারবার ধর্মান্ধ হয়ে
           মানবতার উপর বর্বর আঘাত হানছি,
মেধাশূন্য করতে নোংরা রাজনীতির
               অপচেষ্টায় শিক্ষা ধ্বংসে মেতেছি।
আমরা আমাদের অগ্রযাত্রাকে পিছিয়ে দিয়ে
বাঙালি জাতীয়তাবাদকে প্রতিনিয়ত খুন করছি।
ধর্মের মহাপবিত্র বিষয়কে অপব্যখ্যা দিয়ে
          খুন করছি মানবতা আর মুক্তচিন্তাকে।
ধর্মগুরুরা শান্তির বাণী প্রচার করলেও
     মুক্তমনা জনগোষ্টির উপর আগাত হানছি।
আমরা কি মাথা উচু করে লক্ষ্য পূরণে
                    স্বপ্নের সিঁড়ি বেয়ে আগাচ্ছি!
ধর্মকে পুঁজি করে (সকল ধর্ম) ধর্মপ্রাণ
             মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছি!
যে ধর্মের জনগোষ্টি যে রাষ্ট্রে বেশি তারা
অন্ধবিশ্বাসে সংখ্যা লগিষ্ঠের উপর আঘাত হানছে।
সেখানেই মানবতার অধঃপতন, মুক্তচিন্তা
     খুন হয়! অন্ধ আবেগের কাছে সব হারাচ্ছে।
           (১৬ মার্চ ২০১৮)