মেঘদল ধেয়ে আসে নিম্ন গগনে আর ঝিঁঝি প্রলাপ,
পলকহীন শূন্যে চেয়ে থাকে যেন স্বপ্ন সুন্দর আলাপ;
মাঝে মাঝে আশা বুক ভরে ভালোবাসা সেই ঘ্রাণে,
              একাকী অতৃপ্ত নয়নে।


বহুদিন পর আলোছায়ার প্রতিধ্বনি  উত্তর মেঘের আগমনে,
লুকোচুরি মাঝে তারই ছবি ভাসে জ্যোতির্ময়ী সুপ্ত নয়নে;
বুকের মাঝে ঝড় তোলে অচেতন মনে ক্ষণে ক্ষণে,
                    সুপ্ত হৃদয় ভূবনে!


কোথা হতে এসে দিগন্তে মিলে যায় অলীক সমদৃষ্টি?
চুম্বনের মাঝে রেখে যায় শেষে ঘুমহীন বিষণ্ন দৃষ্টি;
প্রখর তপ্ত দৃষ্টিতে চতুর্দিকে খুঁজি বিরহের সন্ধ্যা লগনে,
             দু’জনে আষাঢ় শ্রাবণে!


রঙ-সৌরভে ভরপুর অন্তরে ধ্বনি তোলে শ্রাবণ নির্জনতায়,
কোকিলের ডাকে ব্যাকুল করে অন্তর কাঁদে সন্ধ্যা বরষায়;
দুরন্ত মন রিমঝিম শব্দে অস্থির হয়ে ওঠে চঞ্চল নয়নে,
               আজ এ আষাঢ় শ্রাবণে!