বছর শেষে চৈত্র মাসে,
পাপ কালিমার স্বপ্নভাসে
খরার বুকে তপ্ত ঘামে,
বাংলার প্রক‍ৃতি শুষ্কতা পায় গরমে।
আম কাঁঠালের বাগবাগিচায়,
দোয়েল শালিক কাঠবিড়ালীর মিতালি সেথায়।
পাকা ধানের মাঠে সোনালী বরণ শোভা পায়,
পাটক্ষেতে কৃষক  ক্লান্তি  নাশিতে পল্লী গানে হারায়।
বছর শেষে পুরাতন হালখাতা ফেলে,
নতুন হিসাবের খাতা খোলে।
সকল দেনা চুকিয়ে,
আশায় বুক বাঁধে নব জীবনে।
বছর শেষে চৈত্র সংক্রান্তির দিনে,
পুরাতন হতাশা ভুলে নতুন দিনের বীজ বোনে।