সোনালী আলোর খেলা চারপাশে
                         উড়ছে প্রজাপতির দল,
শাপলা দীঘিতে ডুব সাঁতারে ব্যস্ত
                                   অতিথি পাখি।
হেলে পড়েছে পশ্চিমাকাশে সূর্যটা
                                তেজও কমেছে,
হিমহিম ঠাণ্ডা অনুভূতি
                     হেমন্তের পড়ন্ত বিকেলে।
খেজুরগাছে গাছি
                 ঠুঙ্গি, দড়া, ভাড় নিয়ে উঠছে
যেন গাছের সাথে মিতালী
                    এক পায়ে দাঁড়িয়ে হাঁসছে,
সারিসারি খেজুর গাছ।
               কাঠবিড়ালী , শালিক রস খাচ্ছে
প্রজাপতি উড়াউড়ি করছে
                       খেজুর গেজার চারপাশে।
মৌমাছি গুনগুনিয়ে উড়ছে সরিষা ক্ষেতে
                  মধু শুষে দৌড়দিচ্ছে মৌচাকে
হেমন্তের শেষ বিকেলে
                             বাংলার মাঠে মাঠে।
                            (২৬ নভেম্বর ২০১৩)