ঘুম জড়ানো আঁখিপাত
                বিশ্বভরা জ্যোৎস্নারাত,
ধুলোর উপর আঁধার আসে
             সুরের ধারা শূন্যে ভাসে।
তীব্র বিরহের পদাঘাত
          জোনাক ভরা জ্যোৎস্নারাত,
রাত্রি জাগে ঝংকারে
           পূজার মালা প্রাণ সাগরে।
ক্লান্তিবিহীন মুঠোফোনে
               আলাপ সারে দু’জনে,
ধূপছাড়া এ জ্যোৎস্নারাত,
           ঘুম ছুটে যায় আঁখিপাতে।
সোনালী আলোয় ভূবন ভরে
             মন হাসে প্রেম ঝংকারে
নতুন নতুন ছায়াপথে
          মিলনমেলা নক্ষত্রের সাথে,
জ্যোৎস্না ছড়ায় ভূবন ভাসে
            আকাশ গাঙে চাঁদ হাসে।
নীরব রাতের মান অভিমান
           প্রেম সোহাগী শুনায় গান,
অনন্ত এ জ্যোৎস্নারাতে,
           ভূবন জাগে চাঁদের সাথে।
ছায়াপথের নক্ষত্ররাজি গগনে
             আলোর জ্যোতি ভূবনে।
                 (৩০ মে ২০১২)