আতঙ্ক


মহাকালের হাতে দানবের রণতূর্য
রুদ্রঝড়ে কাঁপে ক্ষণে ক্ষণে
কাঁদে জননীর আঁখি! প্রেমহীন আঁচলে।
কাঁপে সোনার বাংলা , ধ্বংসের উল্লাসে।
মেতে ওঠে রক্তের হোলি খেলায়!
গণতান্ত্রিক সুরে স্তুতিবাক্য-- সহমর্মিতা,
                 নিষ্ফল আবেদন।
মৃত্যুভীতিতে পথ চলা বেলা অবেলায়,
তারপর থেমে যায় কোলাহল সেথায়!
আচমকা ভীড় ঠেলে সম্মুখে চলি
অশ্রুসিক্ত নয়নে একলা কথা বলে চলি।