অজানা শঙ্কায় বুক কাঁপে বারবার,
ষড়যন্ত্রে ঢাকা কালো মেঘে বাংলার।
আগস্ট ট্রাজেডি শুনে ভয়ে কাঁপে বুক,
হত্যাকাণ্ডে কুশিলব পেয়েছিল সুখ।
চাটুকারের গুজব মিথ্যা নানা কথা,
তাদের আত্মবিশ্বাসী করেছিল তথা।
ষড়যন্ত্রকারীর পরিকল্পনা চলে,
দেশি-বিদেশীর পরাজিত শক্তি মিলে।

কৃত্রিম দু ির্ভক্ষ, গুপ্ত হত্যার কাহিনী;
নীল নকশা আঁকে মুশতাক বাহিনী।
দ্বিতীয় বিপ্লব। ভয়ে পরাজিত শক্তি,
বাকশালের অপপ্রচারে চলে যুক্তি।
আগস্ট ষড়যন্ত্রে কাঁপে বাংলাদেশ!
ষড়যন্ত্রের উর্বর ভূমি বঙ্গদেশ।




রচনা :  ১৭ আগস্ট ২০২১