শিশিরে দূর্বাঘাসে শরৎ হাসে ঊষা গোধূলি বেলায়,
অপরূপ শোভা শরতের প্রভা সাদা মেঘের ভেলায়।
ঝিরঝির বাতাসে নদীতে কলতান দু'কূলে কাশবন,
বিলের ধারে বুড়ো বটগাছে শালিকেরা করে গুঞ্জন
নরম হাওয়ায় প্রকৃতি যেন বাংলার শীতল মমতায়,  
সবুজ ফসলের মাঠে কৃষকের হাসি আনন্দে হারায়।