হৃদয় প্রসন্নে নিবিড় নীলিমাময় মাঝরাতে
ধূসর বিষণ্ন বিকেলের সমাধি প্রদীপে
পার্থিব দুঃখের বিপরীতে জীবন সান্নিধ্যে
                     স্বপ্ন প্রদীপ সৌন্দর্যে!

দূরের অনুভূতি রেখে যায় হৃদয় ঠোঁটের চুম্বনে
গহীন আঁধারে ঝাঁপিয়ে পড়ি রহস্যের সন্ধানে
দীর্ঘশ্বাস বুকে ধূসর রাত্রির কম্পনে
               বন্ধুর হাহাকার আপন ভূবনে!

বিবেকের ভর্ৎসনায় বড় পরিশ্রান্ত তবু নিঃশেষিত,
শক্তি সাহস হারিয়ে শেষে ভীতির সংশয়ে মরি
দ্বিধাগ্রস্ত হৃদ-স্পন্দনের দীর্ঘশ্বাস আর হাহাকার
                    খুঁজি! অভিমানের স্মৃতিতে!

মানসিক বিভ্রান্তির উপশমে ছুটি স্মৃতির আঙ্গিনায়
নিদ্রা থেকে সদ্যজাগ্রত বন্ধুর আত্মসমর্পণ সেথায়
বিস্মৃতি সব অনুভূতি মহিমান্বিত দ্যুতির বেদনায়
                          দীপ্তমান স্বপ্নাবেশে!

বিস্ফোরিত মহাবিশ্বের দ্বিধাগ্রস্থ দৃষ্টিসীমানায়
দূরে যাও তবু অনুভবে ভাবি হৃদয়ের আয়নায়
নিস্তব্ধ শীতল শূন্যতায় প্রিয়মুখের ছবি দেখি
                          সে দেখাই শুধু দেখি!

জাগ্রত জীবনের নিগূঢ়, বেদনাহত হৃদয়ে
স্বপ্নের গলিতে আলোকিত আঁধারে মুদি
তবু দূরে যদি যাও! রেখে যাও আপন কিছু
দুঃখীজনের পূর্ণিমাতে!