ঘুম ভেঙ্গে জেগে উঠে সম্মুখে চলি
         মহাকালের স্বপ্ন ছুঁতে কর্মপথে চলি।
প্রগতিশীল আলোর পথে
             অদম্য কৌতুহলে অন্ধকার ঠেলে
সম্মুখে হেঁটে চলি ভালোবাসার রথে।
                  নবজন্মের অস্তিত্বের প্রভাতে!
আকাশে বাতাসে নীল নয়নের প্রভা
     নতুন পৃথিবীর ছায়া রহস্যে ঢাকা আভা।
ঘুম ভেঙ্গে স্বপ্ন ছুঁয়ে চলি,
         চলার পথে ছড়াই আলোর প্রভাবলি।
রাজপথে মিছিল রূপের দেশ বাহারি!
প্রগতিশীল সমাজে স্বপ্ন ঝরে তারই।
      স্বপ্ন ছুঁতে জেগে উঠি জীবনের আহবান,
জেগে ওঠো বাংলার সূর্য সন্তান।
মহাকালের পথে, প্রগতিশীল আলোর রথে।
(৩০ ডিসেম্বর ২০১১)