আমাদের জীবনে সচেতনতা, সাধনা
                 অবাধ মুক্তমনের সত্য অনুধাবন,
ভুলে গেছি সব, আমরা বীরের জাতি।
       বারবার হেরে গেছি, করেছি আত্মসমর্পণ।
জীবনের ঘাত-প্রতিঘাত অপমানে
           অবহেলায় সাহস হারিয়েছি প্রতিপদে,
দুর্ব্যবহার হজম করেছি বারবার সমাজ বন্ধনে।
           দেশদ্রোহীর কথায় দেশপ্রেমি স্বপদে!
দু’চোখে অনর্গল অনল বর্ষণ
               তবু স্বদেশ গঠনে শক্তি যুগিয়েছে,
সংস্কার-কুসংস্কারের বিবর্তন !
                   মুক্ত হতে পারিনি মুক্তচিন্তায়,
দৃষ্টান্ত রাখতে পারিনি মানবতার মহিমায়।
                        শুভবুদ্ধির নির্মল শুচিন্তায়,
জাগতিক সমস্যা মোকাবেলায়।
               সত্য উপলব্ধিতে বিবেক জাগেনি,
আত্মসালোচনায় বিনয় হতে পারিনি।
জাগতিক চেতনায় ন্যায়পরায়ণ
             হতে পারিনি পরলৌকিক চেতনায়,
কর্মে সেবাব্রতে, আদর্শে পুড়ে
         খাটি হতে পারিনি মুক্তির জনসেবায়।
সমাজ সংস্কারে নিরাপদ ও বিমুখতা
                দূরিকরণে হইনি আত্মউৎসাহী,
গুরুচণ্ডালির লঘুগুরু মিশ্রনে
           ভাষাকে পারিনি কলঙ্কমুক্ত করতে,
স্বল্পবুদ্ধির অহমিকা স্থুলতায় গা ভাসিয়েছি,
               পারিনি সবাইকে যোগ্য করতে।
জাতি গঠনে আত্মসচেতন হয়ে
       চলার পথে মুক্তচিন্তায় দেশপ্রিেম হও,
দেশপ্রেমি জনতাকে নিয়ে
         শান্তিতে থাকো, মানবতায় এক হও।
      (১৮ সেপ্টম্বর ২০১৩, বুধবার)