জমাট বেঁধেছে বুকে রাজ্যের যত বেদনা,
দুঃখের সাগরে ডুবিয়েছো, তবু কি হয়েছে চেতনা!
সর্বত্রই নীরব, আত্মঅহংকারে গুমরে মরে;
নিভৃতে কাঁদি বেদনার এ জীর্ণ সংসারে।
বেদনার বরফ সম নদীতে দুঃসাহসী যাত্রী আমি,
আটকে গেছি বালুচরে, দুঃখ সাগরে আমি যে আসামি!
হয়ত কেঁটে যাবে ! সাগর তরি পাবে কূল
কেঁটে যাবে বেদনা, বুঝবে সবাই, সবার ভুল।
বেদনায় কেঁদে উঠি সর্বত্রই নীরবে নিভৃতে,
অশ্রুসিক্ত এই হাঁপিয়ে ওঠা কোন এক প্রভাতে।
জমে আছে অভিযোগ, ক্ষুব্ধ অভিমান!
মেনেছি শাস্তি; তবুও চায় তারা প্রমাণ?
নদীর বিপুল ঢেউও তটের শাসন মানে,
আমার বেদনার কাহিনী সবাই জানে।
বেদনার করাঘাতে জীবন আজ পাথর চিনেছে!
ক’জনে আমাকে আমার হৃদয় চিনেছে?
গ্রাস করেছে রাজ্যের সব দুঃখ আর হাসি,
দুঃখ সাগরে আজ সবার কাছে হয়েছি বাসি।
জ্যোৎস্না রাতে আজও হৃদয়ে গূঢ় বেদনা ঝরে,
আত্মঅহংকার ভুললে হয়ত বেদনা গলতে পারে!
নিত্য মনে পড়ে, প্রতি দিনরাত অশ্রুপাতে ভাসি,
বেদনার সেই তীব্র স্রোতে আমি আটকে আছি!