বুকভরা এক স্নেহ নিয়ে ডাকছে খোকা আয়,
যাসনে আমার যাদুমণি। আমার কাছে বয়,
       চৈত্র দুপুর বনের হাওয়ায়
             ভর দুপুরে যাসনে।
কালবৈশাখী উঠবে কেঁপে। আমার কাছে আয়,
        যাসনে খোকা আমায় ছেড়ে
           একলা ফেলে শূন্য নীড়ে।
সাঁঝের বেলায় কোথায় গেলি! আয়রে খোকা আয়।
      বাঁধন ছিড়ে যাসনে খোকা নিশিভোরে।
    আদরমাখা চুমু দেব, আয়রে ফিরে আয়।
            মাটির বুকে মাটির ঘরে।
                    নিবিড় সুখে
           শান্তিতে ঘুম পাড়িয়ে দেবো
              রাখবি মাথা আমার বুকে।
    আয়রে খোকা, আয়রে আমার যাদুমণি।
          আয় ফিরে আয় আমার বুকে,
           বাঁধন ছিড়ে যাসনে বনে।
  অভিমানে যাসনে দূরে! থাক এ আঙ্গিনায়।
  যাবিই যদি! আমায় ঘুমিয়ে রাখ ধুলিকণায়।
      ডাকবো না আর নতুন করে গৃহকোণে,
             যাদু বলে নতুন আহবানে।
বুকভরা দীর্ঘশ্বসে! বাঁধন ছিড়ে যাসনে খোকা
         আয় ফিরে আয় মাটির মমতায়,
আমায় ঘুমিয়ে রাখিস ছায়া শীতল ধুলিকণায়।