আমাদের দেশে যারা এলিট, নব্য ধনী;
রাষ্ট্রীয় সম্পদ লুট করে, গড়ছে টাকার খনি।
পুঁজিপতি, ধনীরাই সরকারের নীতি নির্ধারক,
কৌশলে দেশকে ধ্বংস করার দিচ্ছে সবক।
ব্যাংক থেকে নেয় লোন, শিল্পের নামে শোষণ;
বছর শেষে ঋণ খেলাপি, তবু রাষ্ট্রীয় আপ্যায়ণ।
গাড়ি-বাড়ি আর বিদেশে সন্তানের লেখাপড়া,
সরকারি অফিসের যোগসাজসে টাকা পাচার করা।
হায়রে! শিল্পপতি শ্রমিক ঠকানোর কৌশল দেখি,
দেশ-জনতার সাথে বেইমানি করে কতটুকু সুখি!
রাষ্ট্রীয় সম্পদ লুট করে ভাবছ নিজেকে ধনীযে,
ভালো হও। ভালোবাসো আপন মাতৃভূমিকে।
              (৩০ মে ২০১৪)