তপ্ত নিঃশ্বাসে ঝাপসা আলোয় বাড়ে আজ অপরাধ,
ভয়ঙ্কর চিৎকারে মৃত্যুর দীর্ঘশ্বাসে বাড়ায় সংঘাত।
অশুভ চিহ্নের যাত্রাপথে আজ সময়ের আয়ুরেখা,
যাত্রাবিরতির সময়কালে অভিমানে বালুচরে দেখা।