ভিন্ন চেতনার অভিন্ন মায়াজালে দ্বৈরত্থে পরিচয়,
ক্ষমতাদর্পীর আত্মসংকটে আবির্ভাব তবু সংশয়।
আপোষহীন আলোচনা অবিনাশী অনিবার্য অনাগত,
বালুচরে আটকায় মরীচিকার মায়াজালে ক্রমাগত।