বাংলা ভাষা প্রাণের ভাষা,
এই ভাষাতে জুড়ায় আশা,
দিনে রাতে সকল সময়;
এই ভাষাতে প্রাণ জুড়ায়।
ধনি গরিব এই ভাষাতে,
স্বপ্ন দেখে এই ভাষাতে।


শিশু ডাকে মায়ের কোলে,
শাপলা শালুক জুইও দোলে,
শিশু-কিশোর পাঠশালাতে;
লেখন লেখে এই ভাষাতে,
মাতৃ ভাষা মায়ের ভাষা,
মায়ের ভাষায় মিটায় আশা।


বাংলা ভাষা প্রাণের ভাষা,
স্বপ্ন এঁকে দেয় যে দিশা,
বাংলা ভাষায় প্রাণ দিলো,
রাষ্ট্র ভাষা বাংলা হলো।
সালাম রফিক বরকত ভাই,
শ্রদ্ধাভরে সালাম জানাই।