বঙ্গবন্ধু মানে সারা বিশ্বে মুক্তিকামী মানুষের
এক অনাবিল অনুপ্রেরণার উৎস,
বঙ্গবন্ধু মানে অসীম সাহস, গভীর দেশপ্রেম
সুনিশ্চিত লক্ষ্যভেদী জনদরদী নেতা।
বঙ্গবন্ধু মানে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ, প্রতিবাদ,
প্রতিরোধ, আন্দোলন, সংগ্রাম;
বঙ্গবন্ধু মানে অবিচল চিত্তে, মৃত্যুকে তুচ্ছ করে
ফাঁসির মঞ্চে গেয়ে যাওয়া জয়গান।
বঙ্গবন্ধু মানে দেশ-জাতির অর্থনৈতিক, সামাজিক,
রাজনৈতিক মুক্তির অবিস্মরণীয় নাম,
বঙ্গবন্ধু মানে নির্যাতিত, নিপীড়িত, শোষিত,বঞ্চিত
হতদরিদ্র মেহনতি মানুষের মুক্তির প্রাণ।
বঙ্গবন্ধু মানে স্বাধীনতার প্রাণপুরুষ, মাথা উঁচু করা
লাল-সবুজের পতাকায় চিরস্মরণীয়-বরণীয়,
বঙ্গবন্ধু মানে ইতিহাসের মহানায়ক, মুক্তি সংগ্রামের
প্রচ্ছদপট এঁকে স্বপ্নের স্বাধীনতা এনে দেয়া।
বঙ্গবন্ধু মানে পরাধীন মুক্ত হয়ে আত্মমর্যাশীল ও
স্বনির্ভর জাতি হিসাবে বেঁচে থাকা,
বঙ্গবন্ধু মানে গরিব-দুঃখী তথা সমগ্র মানুষের মুখে
হাঁসি ফুঁটিয়ে সোনার বাংলা গড়া।
বঙ্গবন্ধু মানে নীতির প্রশ্নে নীতিবান, স্বাধীনতার
প্রশ্নে আপোসহীন, অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব;
বঙ্গবন্ধু মানে একটি চেতনা, একটি মানচিত্র আর
স্বদেশপ্রেমের উজ্জ্বল সূর্যালোক।
বঙ্গবন্ধু মানে বীর বাঙালির মহীরূহ, বিজয়ী বীর
বিশ্বশান্তির মানবতার অগ্রপথিক,
বঙ্গবন্ধু মানে বাঙালি তথা বিশ্ব জাতীয়তাবাদের
অগ্রদূত, চির উন্নত শীর।
বঙ্গবন্ধু মানে ইতিহাস, স্বাধীনতার ইতিহাস,
একটি মানচিত্র, ইতিহাসের কিম্বদন্তি,
বঙ্গবন্ধু মানে মুক্তিকামী জনতার চেতনা সঞ্চারিত
মিছিল, রক্তগোলাপের কবিতার আসর।
বঙ্গবন্ধু মানে জাতীয় ঐক্যের প্রতীক জাগ্রত জনতার
স্লোগান, মুক্তির মূলমন্ত্র।
বঙ্গবন্ধু মানে স্বাধীকার আদয়ের অধিকার, স্বাধীনতার
স্থপতি, বাংলাদেশের রূপকার,
বঙ্গবন্ধু মানে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম,
এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম। জয় বাংলা।
বঙ্গবন্ধু মানে সাদা পাজামা-পাঞ্জাবির পরে কালো কোট
এক জ্যোতির্ময় মহাপুরুষ,
বঙ্গবন্ধু মানে বিশ্ব রাজনীতির বিরল ব্যক্তিত্ব, হাজার
বছরের শ্রেষ্ঠ বাঙালি, অবিসংবাদিত নেতা।
(১২ সেপ্টম্বর ২০১৭)