ফাগুনের  আগমনে
কুসুম কাননে
বসন্ত যে প্রকৃতিকে জাগায়।


প্রভাতের রবি
অপরূপ ছবি
পুলকিত মনে যৌবনের গান গায়।


ন‍্যাড়া গাছে
কচিপাতার ভাজে
শিমুল ডালে  ফুলে ফুলে রাঙায়।


আমের বোলে
কোকিল দোলে
যৌবনের তেজ  আজ প্রকৃতিময়।


অলির গুঞ্জনে
মধু আহরণে
ফুলে ফুলে ঘুরে  মৌচাকে  ধায়।


ফাগুন চৈত্র মাঠে
শান্ত নদী জেগে ওঠে
সবুজ প্রকৃতি বাংলাকে জাগায়।