বেকার যুবকেরা চাকরি খোঁজে,
       সরকারি চাকরি খোঁজে।
                   এমএ, বিএ ডিগ্রী হলেই
শিক্ষিত সমাজ বেকার হয়ে যায়!
        আর অশিক্ষিত যারা
                     বেকার নয় তারা।
শিশুকাল থেকেই না খাওয়া সংসারে
কাজের খোঁজে ঘোরে, অন্যের দ্বারে দ্বারে।
বেকার নয় তারা, দোষ শিশুশ্রম।
আর শিক্ষিত হলেই কর্মসংস্থান চাই,
                সরকারি চাকরি চাই।
বেকার! বেকার বলে, দোষ দেয় শিক্ষার।
          কিন্ত অশিক্ষিতরা বেকার নয়।
লেখাপড়া শিখে অন্যের ঘাড়ে চড়ে
চাকরি খোঁজে হতাশার ভীড়ে!
আর বলে, মেধার দাম নাই, টাকা চাই;
                    মামা খালু থাকা চাই।
আমি বলি, নিজের যোগ্যতা বলে,
নিজের স্থান। নিজেই করে নেও।
                      বেকার! বেকার বলে
নিজের অযোগ্যতাকে ফুটিয়ে তুলো না।
তোমার জ্ঞান-শিক্ষা সবই আছে
কর্মক্ষেত্রে কর্মোপোযোগি করে তোলো।
অশিক্ষিত মূর্খরা যদি  
                     বেকার না রয়।
তবে, তোমাদের  কেন এতো ভয়!
নিজের মেধা মনন শ্রম দিয়ে হও তৈরি,
কর্মক্ষেত্রের আবহাওয়া যতই থাকুক বৈরি।
বেকার! বেকার শুনতে লাগে খারাপ,
সম্মুখে তোমার ওপরে ওঠার ধাপ,
                    ধাপে ধাপে পার হও
            বেকারত্বের অভিশাপ ঘুচাও।
চেয়ে দেখো বিশ্ব ইতিহাসের দিকে,
                       যে জাতি যত পরিশ্রমি
                     সে জাতি তত অগ্রগামি।
বেকার! বেকার বলে, অলস থাকলে বসে
সরকারি চাকরি না পেলে! কি হবে শেষে?
         দেখেছ কি ভেবে অবশেষে!
                       জীবন যৌবন শেষে।
তার চেয়ে বরং যোগ্যতা বুঝে
জায়গা করে নেও নিজস্ব কাজে।
সরকারি চাকরি করতেই হবে এমন কোন কথা নয়,
তোমাকে করতে হবে টাকা আয়।
        সৎ পথে থেকে
               মহামনীষিদের দেখে দেখে।
ডিগ্রী কিংবা সার্টিফিকেট থাকলেই
           সরকারি চাকরি করতে হবেই
এমন তো নয় কোন কথা
কর্মক্ষেত্রে যাও! বেকার থেকো না অযথা।
কাজ কর্মে যদি থাকো সততা
দেশ জাতি স্মরণ করবে তোমার প্রতিভা
তুমি পাবে যোগ্য সম্মান
অফিস কিংবা ব্যবসায় তুমি হবে সকলের প্রাণ।
আর তাই, বেকার! বেকার বলে
নিজের অযোগ্যতা, দুর্নাম নিজেই রটায়ো না।
সরকারি চাকরি খুঁজতে খুঁজতে নিজের বয়স বাড়ায়ো না।
তুমি শিক্ষিত। তোমার আছে শক্তি সাহস মেধা,
               দেশ জাতি স্বার্থে, মানব কল্যাণে
                    ফুটিয়ে তোল তোমার প্রতিভা।
                                                      
(১৫জুন২০০৯)