হিমালয়ের মতো মাথা উঁচু করে তুমি নামলে,
জনতার প্রতি অশ্রুসজল নয়নে তাকালে;
বিমান বন্দর চত্তরে।
অবাক নয়নে দেখছে বাঙালি
তিনি দেখছেন তাঁর শ্রেষ্ঠ বাঙালিকে।
তারপর খোলা জীপে দাঁড়িয়ে
রাস্তার দু’পাশের হর্ষোৎফুল জনতাকে
হাত নেড়ে শুভেচ্ছা জানাতে জানাতে
এগিয়ে চললে, রেসকোর্স ময়দানে।
পড়ন্ত বিকেলের সোনালী রোদে।
বীরের বেশে উঠলে রেসকোর্স মঞ্চে,
আবেগভরা দরদমাখা কণ্ঠে বললে,
ভায়েরা আমার------
তুমি স্বপ্ন দেখালে, নব সৃষ্ট বাংলাদেশের
ভবিষ্যৎ রূপরেখা।
তুমি ক্লান্তি মুছে, দৃঢ় কণ্ঠে তেজদীপ্ত ভাষণে।
জানালে বন্দী জীবনের পাকবাহিনীর অত্যাচার।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে
মুখোরিত হলো রেসকোর্স ময়দান।
বাংলাদেশ ফিরে পেলো তাঁর শ্রেষ্ঠ সন্তানকে।
(১০ জানুয়ারি ২০১৯)