বাঙালির আত্মবিশ্বাসের বজ্র কণ্ঠস্বর
সাহস যোগানো বীর বঙালির অনুপ্রেরণা
সাত মার্চের কালজয়ী ঐতিহাসিক ভাষণ।
ক্রান্তিকালে জাতিকে ঐক্য করেছে,
আমি বঙ্গবন্ধুকে দেখিনি, তরে তাঁর -----
কালজয়ী ১৮ মিনিট ১৩ সেকেণ্ডের ভাষণ শুনেছি।
অন্যায়ের তীব্র প্রতিবাদে জাতীয় ঐক্য দেখেছি।
মঞ্চ কাঁপানো, সাহস যোগানো, স্বপ্ন দেখানো সে ভাষণ;
নিরস্ত্র জাতিকে স্বশস্ত্র জাতিতে রূপান্তরের মূলমন্ত্র।
এ ভাষণ অপূর্ব শব্দশৈলীর দেশপ্রেমের কথাকলি,
এক রাজনৈতিক মহাকাব্য।
জাতির ক্রান্তিলগ্নে রেসকোর্স ময়দানে ---
জনতার মহাসমুদ্রে শোনালেন মহানকবিতা।
যুদ্ধের ময়দানে আশা দিয়ে সাহস যুগিয়েছে
মুক্তিকামী জনতার স্বাধীনতার পথ।
বাঙালির মুক্তির এ ভাষণ যেন সঞ্জীবনী মুক্তির মন্ত্র
বাঙালির স্বাধীনতার মূলমন্ত্র।
বিশ্ব ইতিহাসের এক মহামূল্যবান সম্পদ,
বাংলার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক
মুক্তির এক মহামূল্যবান মূলমন্ত্র।
সাত মার্চের ভাষণ বাংলা তথা সারাবিশ্বের
মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা।
নিপীড়িত জনতার মুক্তির মূলমন্ত্র।