বায়না গুলো মেটাতে হিমশিম খাচ্ছে,
তমল সব সময় কি যেন চিন্তায় মগ্ন!
     কি সে চিন্তা?
          চাই আরো চাই !
                   দাও আরো দাও!
কেহ মুখ লুকায় কাছিমের মতো
কেহ আবার খরগোশের মতো ঘুমায়।
বাবা মায়েরা বাচ্চাদের চুমু খাচ্ছে
            আর বায়নাগুলো মিটাচ্ছে।
সব কিছু দাম বেড়েই চলেছে!
আমরা নির্বাক দিশেহারা,
       গৃহহীন মানুষের হাঁসফাঁস।
কোম্পানিগুলো ঋণে জর্জরিত
কোম্পানি লোকসানের অজুহাতে
          কর্মি ছাটায়ের বায়না।
তমালের সব চিন্তা ওখানে!
             রাস্তায় নেমেছে শ্রমিক
নারি পুরুষ মিলে মিছিলে মিছিলে
        তবুও কি সাড়া মেলে!
সব বায়না মেটাতে হয় গৃহকর্তাকে।
বেকার বন্ধুকে নিয়ে তালগোল পাকায় তমাল।
ছেলে মেয়ে, ভাই বোন সবার বায়না;
হতাশায় বসে থাকে বায়না মাথায় নিয়ে।
                                      


   (২১ জুন ২০০৯)