খুব বিষণ্ন বোধ করলাম সেদিন,
            শূন্যতা ভর করল বুকে
কল্পনার আকাশে উড়ে উড়ে অজানা শূন্যতায়!
মাথার উপর একরাশ বোঝা, সম্মুখে চলে না পা---
   ভাবনাগুলো হয়ে গেলো সব এলোমেলো।
               দুঃখে মন আনচান,
       চোখের সামনে দেখলাম অতীতের
        সব কল্পনা, ভবিষ্যতে এস মিথ্যে!
          সেদিনের কথায় কষ্ট পেয়েছি,
      উদ্বেগ, উৎকণ্ঠা আর শূন্যতার অনুভুতি
    কি ছিল দোষ? কোথায় দোষ? জানা ছির না!
     জানি না, কি চায় তারা? নির্ঘুমে রাত কাটে।
         অজানা চিন্তায়! কল্পনার হতাশায়!
ভাবিনি এমন হবে, সব কিছু জটিল করে তোলে
          হয়ত যা জানি তা বলা যাবে না
পড়েছি অদ্ভুত জটিলতায়, এক রাশ শূন্যতা বুকে।
অজানা ভাবনা মাথায়, কেন বোঝে না সহজভাবে!
                সে কথা জানা নেই,
          কর্ম জীবনে কষ্টের দিনগুলিতে
       আবারও বিষণ্নতা! অজানা শূন্যতা
       দুঃখবোধ আর অসীম চাওয়া পাওয়া
                বিচিত্র এ সংসারে!
          সেদিন চায়ের টেবিলে বসিনি
     ঘুরেছি সারাক্ষণ। অজানা চিন্তায়
         কোথায় যেন ভুল বোঝাবুঝি!
কিন্তু কেন এই বিষণ্নতা? এই অজানা ভুল!
       যা তৈরি করে বিভেদের প্রাচীর
         আমাদের মানব সংসারে।