আলোহীন স্বপ্নের নগরে আলো জ্বলেছিল
                        বিজয় মাসের একাত্তরে!
জ্বল জ্বল করে জ্বলেছিল দ্যুতি
স্বজন হারানোর দুঃসহ স্মৃতি।
তোমার আমার নতুন স্বপ্ন নিয়ে
বাংলা বাঙালির আদর্শ ঘিরে,
আলোহীন নগরে আলোকিত করি;
ওরা ক্লান্ত তবু করে না দেরি।
ভোরের সূ্ ের্যাদয়ের মতো আপরূপ ওদের প্রাণ,
বাঙালির তরে দিয়েছে প্রাণ।
বিশ্বে ছড়িয়েছে ওদের সুনাম,
তোমাদের গ ের্ব আমরা গেয়ে যাব
                 আজ তোমাদের জয়গান,
বিজয় দিবসে আজ তোমারা মহিয়ান।
আলোহীন নগরে কতো ছেলে হলো লাশ!
তোমার ছেলে গড়ল বাংলার ইতিহাস,
                             মুক্ত বর্ণমালা।
শত্রু তাড়াতে তোমার ছেলে আত্মভোলা,
মুঠো পুরে এনে দিল বাঙালির স্বাধীনতা।
আলো জ্বেলেছিল বিজয়ের মাসে সবুজ পাতা।
বাঙালির বুকে গেঁথেছিল অভিলাস,
মিছিলের সম্মুখে দেখ তোমার লাশ!
বিজয় দিবসে আজও দেখি রক্তাক্ত বর্ণমালা,
ভুখা বাঙালির স্বাধীনতা নিয়ে খেলছে খেলা।
আলোহীন নগরে রক্তিম ফুলের সুবাস
আলো জ্বেলেছিল স্বাধীনতা আর বিজয়ের ইতিহাস।
জাতির অহংকার বিপ্লবী কণ্ঠস্বরে দেখা,
নীলাকাশে ওড়ে মুক্ত পতাকা।
নবান্নের উৎসবে দেখি মুক্তির  জয়গান।
বাংলা-বাঙালির এ ধরিত্রির বুকে মহান।
আলোর নগরে এদেশের ছাত্র -জনতা
শক্ত হাতে ধরো বাংলার পতাকা।
রক্ত ঝরিয়ে বিসর্জন দিয়েছ তাজাপ্রাণ,
বিজয় দিবসে আজ গা’বো তোমাদেরই জয়গান।



                               ২১ জানুয়ারি ২০০৬