শুদ্ধ মনন
জাতি গঠন
কে আছে  এমন  দরদি মন!


অসভ‍্যতার ভীড়ে
সভ‍্যতা ছাড়ে
বিবেক  হারিয়েছে বিজ্ঞ জন।


ভাষার জগাখিচুড়ি
বানান সর্বত্র বিভ্রান্তি
যে যার মতো  লিখছে বানান।


সরকারি  আদেশ
বিভ্রান্তির মতভেদ
আজ  এ কি বানানের ধরণ!


শুদ্ধ বানানে
বই লেখনে
উদাসীন  ভাষার ব‍্যাকরণ।


ভাষার দুর্দিনে
হতাশা জনমনে
ব‍্যাথিত মর্মহত তাদের শব্দগঠন।