আবিষ্কারের খোঁজে লেখনি চালাও,
                             ভবলীলার মাঝে,
নবজীবন লাভিবে তুমি নিত্য নতুন কাজে।
ঘুচাও তোমার লালসা আপন অহংকার
            ব্যথিত জীবন দূর করো সবার।
নব জীবন, নবীন পথ দেখবে
                              তোমার চোখে,
বীরের মতো ডাকবে তোমায় লোকে।
জগত পথের ছায়াতলে,
               ধন্যজীবন পাবে আঁখিজলে।
পরের দুঃখ বুঝলে তুমি,
                 রোগির সেবা করলে তুমি
আর ঘুচাও যদি আত্মঅহংকার
               ধন্যজীবন দিবে এ সংসার।


(২০ মার্চ ২০১১)