বন্ধুর ঠিকানা


কোন ঠিকানায় আছো তুমি! সেই স্বপ্নের ঠিকানায়,
নিশ্চুপ কেন? তোমায় দেখি মনের আয়নায়।
সংবাদ যেটুকু পাই, ঐ দু’লাইনের পত্রে,
কাছে এসে কথা বলো, নাকি এখনো র’বে মর্ত্য
বেঁচে আছি বন্ধু,  তোমার স্বপ্ন নিয়ে আমার গ্রামেই,
দুঃসময়ে আছি বন্ধু, টেলিফোন-মোবাইল চালু নেই।
দীর্ঘদিন বাঁচার আশায়, চাই তোমার ঠিকানা;
নিশ্চুপ কেন? আমি নিশ্চিত, তোমার রহস্য অজানা।
ভোরের সূর্য , পূর্ণিমা রাতের চাঁদ তুমি কি দেখনি!
কতোদিন হলো আজও তোমার পত্র পাইনি!
গ্রাম বলে তুমি, অবজ্ঞা করে, ঠেলছ দূরে
পত্র দিয়েছি ঠিকানা বিহীন, এসেছে আবার ঘুরে।
আমার স্বপ্নের বাড়িতে বেঁধেছ তুমি বাসা,
ঘাত-প্রতিঘাতে আমায় নিয়ে তোমার কতোটুকু আশা!
তুমি নিশ্চুপ কেন বন্ধু? মনে কি আছে! আমাদের সেই চুক্তি,
সংসার হবে একত্রে থাকব, আসবে আমাদের মুক্তি।
তুমি বই পড়ো আর আড্ডা মারো বন্ধুদের সাথে জমিয়ে,
আমার কথা, হৃদয় থেকে হয়ত দিয়েছ কমিয়ে।
কীভাবে রয়েছি, কেমন আছি, জানতে কি চেয়েছ?
হয়ত! ভাবনা থেকে আমার কথা কমিয়ে দিয়েছ!
ঠিকানা বিহীন পত্রখানি আবার এসেছে ফিরে,
গ্রাম্য-মেঠো বলে বন্ধু ,  অবজ্ঞাভরে, ঠেলেছ দূরে।
তুমি আছো আমার স্বপ্নের বাড়িতে হৃদয়ের ঘরে,
দূরে ঠেলো না! আপন করে রেখো, মনিকুঠারে।