জ্ঞানের আলোয় আলোকিত করে
স্বপ্নের জানালা খুলে দেয়,
বই পড়ে জ্ঞান বাড়াও। দেখবে
বিশ্বভূবন স্মরণ করবে তোমায়।
পাঠাগার হলো জ্ঞানের আঁধার,
রাষ্ট্র-সমাজের পথ দেখায়;
বই জ্ঞানের আলোয় বিকশিত করে
ব্যক্তি তথা জাতিকে জাগায়।