ঝম ঝম ঝর ঝর বৃষ্টি ঝরছে,
হিম হিম ঠাণ্ডায় শিলা বৃষ্টি হচ্ছে।
কড় কড় শব্দে মেঘ যেন ডাকছে,
হুড় হুড় মুড় মুড় গাছ পালা ভাঙছে।
মেঘে মেঘে ঘর্ষণে বিদ্যুৎ চমছে,
থেমে থেমে গাছপালা নুয়ে নুয়ে পড়ছে।
ডালে ডালে আঘাতে আমগুলো ঝরছে,
মেঘে মেঘে বাতাসের বেগ আরো বাড়ছে।
ভয়ে ভীতে সকলেই ভয়ে ভয়ে কাঁপছে,
বুড়োবুড়ি ছোড়াছুড়ি স্রষ্টাকে ডাকছে।