বৃষ্টি ছড়া – ১০


বর্ষার অপরূপ রূপের বারিসাজ,
মেঘ গর্জনে ঘর্ষণে নন্দনে কারুকাজ।
মেঘ সূর্যের লুকোচুরি খেলা, সারাবেলা,
মেঘের ভেলায় ভেসে বেড়ায় , করে খেলা।
ফুলবনে সবুজের মাঝে প্রেয়সী কাঁদে ,
আকাশ মেঘের গোঙ্গানী বিজলীর ফাঁদে।
আঁধার পেরিয়ে প্রভাত বেলা কাব্যিক উচ্ছ্বাস,
মেঘমালার লুকোচুরি খেলা, হৃদয় ভিসুভিয়াস।
ছায়াঘেরা বিষাদে ভরা বৃষ্টির আলিঙ্গন,
বৃষ্টিস্নাত রাতে সুখপাখির বিরহ নিমন্ত্রণ।
কদম কামিনী কেয়া সুরভী ছড়ায় বাদলায়,
ভেজা মাটির ক্রন্দন, আবেগীমন আলোর কণায়।
অস্থির ঝড়ো বৃষ্টিতে আচমকা পর্দা উড়ে,
মেঘ-বিদ্যুতের ঝলকানিতে চমকায় হৃদয় জুড়ে।