জলকন্যার স্বপ্নগুলো বরফ জলে ভাসে,
তাই না দেখে শাপলা শালুক মিটমিটিয়ে হাসে।
হৃদয় ভাঙ্গা বরফ জলে , জলের নিচে জল
অন্তহীনের নিস্তব্ধতায় জলকন্যার দল।


নীর সাগরের জল উড়ে যায় নীলকাশের দেশে,
হৃদয় টানে, গহীন বনে আবার তারই কাছে আসে।
জলকন্যা জলাশয়ে দীর্ঘচুলে ভাসে,
আবেগ ঘন দীর্ঘশ্বাসে মেঘের লোকের দেশে।


সর্বনাশা বৈরিতা আর রুদ্র জনরোষে,
জলকন্যার স্বপ্নগুলো শিশিরমাখা ঘসে।
ঘূর্ণিজলের ঘূর্ণিবানে দূর নীলিমায় ভাসে,
বিরানভূমে লতাপাতায় পল্লবিত ঘাসে।
শুভ্রশাড়ির রোদন ভরা ঘোলাজলে বাসা,
দূর নীলিমায় চেয়ে থাকে, নীল সাগরে বাসা।