ভোরবেলার শিশির ভেজা  
                     পাতার ফাঁকে দোয়েল,
জন্মদিনের রৌদ্র ছায়ার
                রঙধনুর চুমু পড়ন্ত বিকেল।
নতুন দিনপঞ্জিতে ঘাসফড়িং
                            এঁকে দেয় দোল,
তেপান্তরের পথে চিরচেনা
                       বাংলা মায়ের কোল।
মাঠপেরিয়ে শীতের হাওয়া
                          খেজুর রসের মৌ,
ঘুঘু শালিক কাঠবিড়ালীর
                     নাচন বাংলার বুকে ঐ।
পথের স্বজন ভোরের বাতাস
                           ক্ষণিক ঝরাপাতা,
প্রজাপতি উড়ে সর্ষেফুলে
                  প্রকৃতির অপরূপ সখ্যতা।
দাঁড়িয়ে দূরে নৈঃশব্দে চলে
                    শিশির জড়ানো ভোরে,
মানচিত্রে দিনপঞ্জির চিহ্নআঁকে
                       অচেতনে জন্মান্তরে।
                   (০১ ডিসেম্বর ২০১৩)