আমি তো আমার মতো লিখতে পারি না
           পিছে বাঁধা আছে হাত,
আমি তো আমার মতো গাইতে পারি না
          কেড়ে নিয়েছে আমার কণ্ঠস্বর।
আমি তো আমার মতো চলতে পারি না
         শাপদসংকুল, কণ্ঠকাকীর্ণ এ জনপদ,
আমি তো আমার মতো হাঁসতে পারি না
         টুটিটিপে ধরে আছে শাসকেরা।
আমি তো আমার মতো মুক্তচিন্তা করতে পারি না
কেননা উগ্র সাম্প্রদায়িকতা গ্রাস করছে সমাজ!
আমি তো আমার মতো তাকাতে পারি না
অশ্লিলতা, মাদকতা আর চোখে ভাসে ভয়-আতঙ্ক।
অমি তো আমার মতো শেখাতে পারি না
কেননা, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য শেখাতে।
আমি তো আমার মতো খেতে পারি না
কারণ বিষক্ত ফরমালিন আর ভেজাল খাদ্যের ছড়াছড়ি।
       (২১ জানুয়ারি ২০১৭)