ধূসর সন্ধ্যায় চন্দ্রমল্লিকা বনে,
বারো মাসের তেরো রূপ বাংলার জমিনে।
ছায়ামূর্তির মতো পিছু লেগেছিল দূরে,
      ফুল পাখি আর নীলিমা পেরিয়ে।
কী যেন মোহের সন্ধানে, চন্দ্রমল্লিকা বনে।
    নির্ভিক নিশাচর কে যেন ডাকে ভীড়ে!
বেদনার আঘাতে মাতাল ধুলোরাশি ওড়ে।
স্বপ্নপ্রেমে ফুলবনে মাতাল হাওয়ায় দোলে দু’জনে,
পুলকিত হাসি ছায়ার ঘোরে তারই সনে।
নিস্তব্ধ! নিশাচর প্রাণির গোঙ্গানী অন্ধকারে,
         দেহকোষে আত্মিক টান বারেবারে।
  ঘাতক রয়েছে ফুলবনে হত্যার ধ্যান গুনে।
বিবর্ণ ! উজ্জ্বল মুখ চাহনি, চন্দ্রমল্লিকা বনে।
        (০৫ সেপ্টম্বর ২০১২)