বাঙালির মূলপ্রেরণা ছিল প্রাণপ্রিয় বাংলাভাষা,
মাতৃভূমি মাতৃভাষার স্নেহমাখা মধুর ভালোবাসা।
বাঙালি জাতীয়তাবাদ, বাংলামায়ের আপোষহীন প্রতিবাদ;
শত-কোটি বছরের সাধনা, জাতিসত্তা বিকাশের আবাদ।


আমাদের সাধনা, আমাদের পরিচয়, আমাদের বাংলাভাষা;
মাতৃভাষায় সাহিত্য সংস্কৃতি বিকাশে জাতির মিটায় আশা।
আমাদের একুশের চেতনা জাতিসত্তার পথ প্রদর্শক,
গৌরবময় ভাষা আন্দোলনের আত্মত্যাগই ছিল সর্বাত্বক।


বাঙালির বাংলাভাষা, একুশের চেতনা-বাঙালির স্বাধীনতা,
জাতিরাষ্টের আদর্শে, মুক্তির প্রেরণায় বাংলাদেশের জন্ম সেথা।
একুশের চেতনা, চেতনায় একুশ - একাত্তরের স্বাধীনতা,
বাঙালির আত্মপরিচয়, বাঙালির জাতিসত্তা, একুশের চেতনা।


রক্তাক্ত সে পথ, গৌরবময় অধ্যয় আমাদের মূল প্রেরণা,
অনিঃশেষ প্রেরণা, একুশের চেতনা, আমাদের স্বাধীনতা।
আলোকিত ভোর, জাগ্রত চেতনা, তাই একুশ প্রগতিশীল;
মানবতার জাতীয়তাবাদে ভাষাবীর ঊর্মিমুখর এ অখিল।


নক্ষত্রপুঞ্জে বাঙালির অস্তিত্ব একুশের চেতনা পুষ্পাঞ্জির মেলা,
আমাদের অস্তিত্বে চেতনাদীপ্ত প্রেরণা, সম্মুখে পথচলা।
একুশের চেতনায় সিক্ত বাঙালি, একুশ শক্তিতে বলিয়ান;
স্বাধীনতার প্রেরণা যুগিয়েছে, তাই তো একুশ নওজোয়ান।


আমরা জেগেছি আমাদের অস্তিত্বে মাতৃভূমির চেতনায়,
একুশের গৌরব জ্যোতিময় আমাদের শেকড়ের ভালোবাসায়।
             (২১ ফেব্রুয়ারি ২০১৫)