অর্ধচন্দ্র হেলিয়া পড়িছে পশ্চিমাচলে,
ঘুমন্ত পৃথিবী ঢেকেছে মায়াবী আচলে।
প্রহরীরা হাক দিয়ে জেগেছে সদর দরজায়,
সাদামেঘ ঢেকে দেয় নবমী চাঁদের আলোয়।
জোনাকির নিবুনিবু আলোয় খাদ্য খুঁজছে নিশাচর,
কর্ম ক্লান্তিতে হিসাব মেলাতে ব্যস্ত মহাজন গদিতে,
সংসারের ঘাণি টানতে জীবন-মরণ একাকার,
কারো কাছে অপূর্ব শোভা, কারো কাছে হাহাকার।
সরু থেকে অর্ধচন্দ্র নবমীর চাঁদ আকাশ বিচিত্রময়,
ঊষার আলোয় ডুবিছে সে চাঁদ প্রভাত বেলায়।
(২২ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার, ০৬ কার্তিক)