আপন খেয়ালে চলা রঙ পরিবর্তনের খেলা,
প্রকৃতির খেয়ালে ঋতু পরিবর্তনের দোলা।
রূপবৈচিত্রে স্মৃতিঘেরা  তারই অবয়ব,
স্বপ্ন জড়ানো মায়াবী জ্যোৎস্নায় দেখে সব।