রূপালী আলোয় রঙ পরিবর্তন ভবের খেলায়,
জীবন প্রকৃতি পাল্টায় যৌবনের উম্মাদনায়।
রঙ পরিবর্তনে অবলীলায় শরীর মন আটকায়,
অজানা স্বপ্ন ভাবনাতেই ভাবায় পথ চলায়।