রূপযৌবন হারায় কর্মমুখর জনপদে দিনেদিনে,
কৈশর শৈশব যৌবনে রূপ হারায় রঙ পরিবর্তনে।
সোনালী আলোর রূপালী স্রোতে মেশে মানবমন,
সময়ের পরিবর্তনে জীবন চলে সারাটি জীবন।