এই বাংলার মাঠে মাঠে
                সবুজ পাটের ক্ষেতে,
নেচে নেচে দোলে বাউল বাতাসে
      দোয়েল শালিক একই সাথে।
নদীর টলমল জলে ধীরে চলে
                     যান্ত্রিক জলযান,
পাটজাক থেকে পঁচা মিষ্টি গন্ধ
       বাংলার চেনারূপ আবহমান।
জৈষ্ঠ্যে আম-কাঁঠাল বনে
       খসেপড়া পঁচা বোটা দোলে,
ভাদ্রে তালপাকা গরমে
   কচি ধানপাতা আনন্দে দোলে।
(০৯ সেপ্টম্বর ২০১৩, সোমবার)