অজুহাত নেতাদের সমাজ পরিবর্তনের,
তবে তা, সমাজের নয়! নিজ ভাগ্যের।
একদা পরাধীনতার শিকল ছিল বাঙালির পায়ে
স্বদেশের প্রতি নিঃস্বার্থ দেশপ্রেম দিয়ে,
আর যোগ্য নেতৃত্বে, আমরা হয়েছি স্বাধীন।
কুচক্রীমহলের দোলাচলে আমরা নীতিহীন।
আমাদের রাজনীতি দিশেহারা, দুষিত, রসাতলে
ঐ শিল্পপতি,এলিটশ্রেণি, আমলাদের বাহুতলে।
আমরা স্বাধীন হয়েছি, গন্তব্যে েপৗঁছাতে পারিনি!
দেশ স্বজাতির স্বার্থে তো কেউ রাজনীতি করিনি।
রাজনীতি তাই আন্ধগলি পথে ঘুরপাক খাচ্ছে,
ব্যবসায়ী, কোটিপতি আমলারা সুবিধা নিচ্ছে।