মেঘাচ্ছন্ন আকাশে ক্ষণিকের বাতাসে,
নীলাভ সবুজের মাঝে মেঘছায়া হাসে।
সাগরের জলরাশি নভে খণ্ড মেঘে ধায়,
চিত্ত হৃদে মুকুলের স্পর্শে শোভা পায়।
মেঘমালার অপরূপ খেলা,
সিক্ত বাতাসে ভাসায় ভেলা।
তটিনীর দেখা প্রেমের মোহনায় ,
জীবন তরঙ্গ প্রবাহিত নৌকায়।