শিশির ভেজা ভোরের কুয়াশায় একপায়ে দাঁড়িয়ে,
মৃদুমন্দ ঠাণ্ডা কুয়াশায় দুলছে এলোচুল ঝাঁকিয়ে।
ফোঁটা ফোঁটা শিশির ঝরছে শস্য ক্ষেতে।


দাঁড়িয়ে শীত মাঘের রৌদ্র হাওয়ায় দোলে,
তেপান্তরের পথে মাঠের মাঠে সকলে;
গ্রাম-বাংলার সোনালী ফসলের আলে।


হলুদের আভায় দোল খেয়ে যেতে যেতে,
ঝরাপাতার মাঝে সরিষা ফুলের ক্ষেতে ক্ষেতে;
মৌমাছি আর প্রজাপতি মধুর গুঞ্জনে ওঠে মেতে।


কাঠবিড়ালী, শালিক, ঘুঘুর নাচানাচিতে,
দুপুর গড়িয়ে সন্ধ্যা নামে গ্রামগুলিতে;
শীত-কুয়াশায় জনপদ আপন করে প্রকৃতিতে।


ধানক্ষেতের সোনালী নাড়ার আগুনে,
গোল হয়ে বসে উঞ্চতা সবাই আনে;
এগোয় পিছোয় চুলকায় জনে জনে।


জবুথুবু কুয়াশার চাঁদিমায় বসে গল্প শেষে,
আপন কুঠিরে চলে শীতল প্রকৃতির বেশে;
পীঠা উৎসব শীত-কুয়াশায় গ্রাম-বাংলা হাসে।
(০৫ ফেব্রুয়ারি ২০১৫)