আমি বারবার ফিরে আসি বাংলার মাঠে
ঊষা গোধুলির সোনালী আলোর তটে।
শিশিরভেজা নিসর্গে ডুবে যাওয়া পূর্ণিমা চাঁদে,
খাঁ খাঁ রোদ্দুরের মরীচিকার ফাঁদে।
ছাতি ফাঁটা গরমে আম কাঁঠলি খেজুরের ছায়ায়,
দূর্গত নিপীড়িত মানুষের দিয়ে যাই অভয়।
শরতের শিউলি ঝরা ভোরে,
যান্ত্রিক নৌকায় ফিরি ভাটিয়ালি সুরে।
কাশফুল ছড়ানো সাদা মেঘের ভেলায়,
হেমন্তের সোনাালী মাঠের আবীর আভায়।
আমি পুনর্বার ফিরি কৃষাণ-কৃষাণীর ধানে গানে,
নবান্নের উৎসবে বাঙালির প্রাণে।
হলুদের সমারোহ মাঠের পর মাঠ,
শীতের ঘন কুয়াশার মাঝে শিশির ঝরা তট।
খেজুর রসের শীত পীঠার উৎসবে আসি,
ঝরাপাতা শেষে নতুন পাতা রাশিরাশি।
কোকিলের কুউ কুউ রবে, ঋতুরাজ বসন্তে;
পুনর্বার ফিরে আসি বসন্ত বরণ উৎসবে।
নববর্ষের আনন্দ মেলায়, একুশের বইমেলায়;
বারবার ফিরে আসি বাঙালির বিজয় মেলায়।
   (১৬ ডিসেম্বর ২০১২)