আমি প্রকৃতির মতো উদর
                      চাঁদের মতো সুন্দর,
আমি সিংহের মতো সাহসী
                  স্রষ্টার সৃষ্টির সেবাদাসী।
আমি শামুকের গতির মতো ধীরে ভাবি
         আবার আলোর মতো দ্রুতগামী,
আমি শেয়ালের মতো ধূর্ত নই
                কুকুরের মতো লোভী নই।
আমি আগুনের মতো গরম
              ফুলের মতো সতেজ নরম।
আমি স্পষ্টবাদী দিবালোকের মতো
              সত্য লিখি কবিতায় শতশত,
আমি বীরের মতো উড়াই ঝাণ্ডা
আমার ভাবনা-চিন্তা বরফের মতো ঠাণ্ডা।
আমি সবার, সাম্যের মতো
             দলে যাই হিংসা-ঈর্ষা যতো।
আমি বীরের মতো অকুতোভয়ী
     আপন দোষে কাউকে করি না দায়ী।
আমি জ্বলে উঠি ধ্রুবতারার মতো
  আঁধারে জাতিকে জাগাই জননীর মতো।
(রচনাকাল: ০৫ ফেব্রুয়ারি ২০২০)