ইতিবাচক চিন্তা আর বিশ্বাসই হলো আত্মবিশ্বাস,
আত্মবিশ্বাস মানুষকে সুখী, সফল আর সমৃদ্ধি করে;
                জীবনকে নেয় অগ্রগতির উচ্চ শিখরে।
নিজের চিন্তা আর অনুভূতির উপর বিশ্বাসই
                                 আমাদের আত্মবিশ্বাস।
আত্মবিশ্বাসী থাকলে হতাশা দৌড়ে পালায়।
পড়ালেখা, স্বাস্থ্য, আস্থা সবই থাকে ইতিবাচক,
আত্মবিশ্বাস জীবনী ভাবনায় শক্তি যোগায়।
আত্মবিশ্বাস হারালে ফিরে পাওয়া কঠিন।
                    তাই আত্মবিশ্বাসের বিকল্প নেই।
      যদি ব্যর্থতাগুলো খুঁজে কাজে
                             আত্মবিশ্বাসী হতে পারো,
আপন চিন্তা চেতনা বিশ্বাসে আস্থা রেখে
                 লক্ষ্য ও প্রত্যাশা স্থির করতে পারো,
দৃঢ় বিশ্বাস আপন পরিকল্পনায় তুমি সফল হবেই।
                তাই কঠোর শ্রম দিয়ে অগ্রসর হও।
কঠিন কাজগুলো হবে সহজ,
    তুমি হবে নিয়ন্ত্রক, তুমি হবে সফল উদ্দ্যোগী
সুন্দর ভবিষ্যতে অমসৃণ চলার পথে
      জগতের বুকে তুমি হবে সকলের উদাহরণ।
শরীর মন হবে চনমনে, উদ্দ্যমী, সতেজ তরুণ।
তোমার আত্মবিশ্বাসী কর্ম মনে
            প্রশান্তির বসন্ত বিরাজ করবে হৃদয়ে।
সফল হতে হলে সকল কাজে আত্মবিশ্বাস বাড়াও
                না পাওয়ার বেদনায় হতাশা হটাও।
হতাশার সাগরে ডুবলে জীবন যাবে রসাতলে,
হতাশা ছুড়ে ফেলে আত্মবিশ্বাসে কর্মে এগিয়ে চললে,
  সফলতা আসবে তোমার দ্বারে।
                    আত্মবিশ্বাসী হও
                           জীবন যুদ্ধে জয়ী হও।
                (২২ নভেম্বর ২০১৬ )